শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
22 Jan 2025 05:55 pm
৭১ভিশন ডেস্ক:- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রতিবাদ জানান।ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে।
জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে মুখপাত্র বলেন,‘নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় জনসমক্ষে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত।’
তিনি বলেন,আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের তীব্র আপত্তির কথা জানিয়েছি। আমরা জানতে পেরেছি, যে পোস্টের কথা বলা হচ্ছে, তা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেয়া হয়েছে।ভারত বারবার বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে।কিন্তু এ ধরনের মন্তব্য জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুছে ফেলা সেই ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, ভারতের উচিত গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া, যে কারণে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য,সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা সহিংস বিক্ষোভের জেরে পদত্যাগ করেন শেখ হাসিনা।গত ৫ আগস্ট তিনি ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই দুই দেশের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে।
ডেইলি-বাংলাদেশ