শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
24 Dec 2024 02:32 am
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বগুড়া জেলা ফুটবল দলের সাবেক খেলোয়ার,শহীদ তারেক সংঘের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানের কুলখানী শুক্রবার বাদ জুময়া কাটনারপাড়া মাদরাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিল উদ্দিন,সাবেক খেলোয়ার নুরুল হুদা টুটুল,এমদাদুল হক রত্ন, খাজা আবু হায়াত হিরু,শহীদুল হসলাম স্বপন, এ্যাডোনিস বাবু, বগুড়া চেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান পলাশ,শহীদ তারেক সংঘের ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি শাহাদৎ হোসেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জুবের হাসান শুভেন প্রমুখ।গত ১১ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯ টায় আতিকুর রহমান আতিক ইন্তেকাল করেন।