বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
12 Jan 2025 03:34 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-চলতি রবি মৌসুমে সীমান্তঘেঁষা দিনাজপুরের হিলিতে আলুর বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে আগাম জাতের আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন এজেলার কৃষকরা।বাজারে ভাল দাম পাওয়ায় খুশি তারা।
হাকিমপুর উপজেলার তথ্যমতে এবার লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
চলতি বছরে বাজারে আলুর চাহিদা বেশি এবং ভাল দাম থাকায় আলু চাষে আগ্রহী উঠেছে এই উপজেলার কৃষকেরা। ভাল দাম পাবার আশায় গত ৪৫ থেকে ৫০ দিন আগে আগাম জাতের আলু চাষ করেছে কৃষক।৪০ থেকে ৪৫ হাজার টাকা বিঘাপ্রতি খরচ হয়েছে আলু চাষিদের।এতে বিঘাপ্রতি আলুর ফলন হয়েছে ৫০ থেকে ৫৫ মণ।বাজারে এসব আগাম জাতের আলু বিক্রি হচ্ছে ২৮০০ টাকা মণ, ৭০ টাকা কেজি।তাতে খরচ চাষাবাদ বাদ দিয়ে বিঘাপ্রতি কৃষকে লাভ হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা।
এদিকে নমলা জাতের আলু প্রায় জমিতে চাষ করা শেষের দিকে। তবে ডিসেম্বর পর্যন্ত আরও আলুর চাষ করবেন কৃষকেরা। গড়ে এসব আলু বাজারে উঠতে আরও সময় লাগবে।তবে এসব আলু স্বাভাবিক দামে বিক্রি হয়ে থাকে।এছাড়াও স্টোর করা হয় এসব আলু।
আলু চাষি ছমের মন্ডল বলেন, মোট ৮ বিঘা জমিতে আলু চাষ করা হয়েছে। পাঁচ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছি। আগাম জাতের আলু তুলতে শুরু করেছি।বাজারে বিক্রিও করছি। এবার অনেকটা লাভের মুখ দেখতে পাচ্ছি।
হাকিম উপজেলার মাধবপাড়া গ্রামের আলু চাষি রহিম উদ্দিন বলেন, এবার আমি ৫ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছি। ফলন অনেক ভাল হয়েছে।দামও ভাল পাচ্ছি।
হাকিমপুর (হিলি) উপজেলার কৃষি অফিসার আরজেনা বেগম বলেন,উপজেলার বিভিন্ন মাঠে মাঠে আগাম জাতের আলু তুলতে শুরু করেছে কৃষকেরা।আমরা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করে যাচ্ছি।আলুর ফলন ভাল হয়েছে। বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং দামও ভাল পাচ্ছে কৃষক।এই উপজেলায় আলু চাষে কৃষকেরা আরও আগ্রহী হয়ে উঠছে।