বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 08:22 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিস ও সাস্তাহার ৪নং ওয়ার্ড যুবদল অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত দুই নাশকতা মামলায় সান্তাহার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোকনুজ্জামান উপজেলার সান্তাহার পৌর ৫নং ওয়ার্ড সাঁতাহার গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
উল্লেখ্য; গত ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে দেয়।এ ঘটনায় আদমদীঘি থানায় ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা হয়।
অপরদিকে গত ১৯ আগষ্ট দিবাগত রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে পুড়ে দেয়।এতে অফিসের ভিতর থাকা জিনিসপত্র পুড়ে বিপুল টাকার ক্ষতিসাধন হয়।
এ ঘটনায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক বাদি হয়ে আওয়ামীলীগের ৭০ জন নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।এমামলার এজাহাভুক্ত আসামী ছিলেন রোকনুজ্জামান বলে তদন্তকারি কর্মকর্তা সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, আদমদীঘি ও সাস্তাহারের দুই নাশকতা মামলায় রোকনুজ্জামান রোকনকে গ্রেপ্তার করে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি