বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 08:38 am
সংবাদ বিজ্ঞপ্তি:- ঢাকা,ডিসেম্বর ১৮,২০২৪:আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান “সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস”-এর পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট মিস নাজিয়া কবির প্রাইম ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদে প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।
মিস নাজিয়া কবির যুক্তরাজ্যের লিংকনস ইন সোসাইটি থেকে বার-এট-ল, উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (স্নাতক), ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইনে স্নাতকোত্তর,ও সিটি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রায় দুই দশকের বেশি সময় ধরে মিস নাজিয়া কবির কোম্পানী ও ব্যাংকিং আইন,প্রকল্প অর্থায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, একীভূতকরণ ও অধিগ্রহণ,মধ্যস্থতা ও সালিশি কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ প্রদান করে আসছেন।