সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
17 Dec 2024 08:40 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে খতমে কোরআন, বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু রিসোর্স সেন্টার কাম-অফিসের কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, কাহালু উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমূখ।
আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল্লাহ আল গালিব।
অপরদিকে সূর্যোদয়ের সাথে সাথে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার সকল প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।