সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
22 Jan 2025 08:00 pm
৭১ভিশন ডেস্ক:- গত বছরের চেয়ে এবার হজের খরচ এক লাখ টাকার বেশি কমিয়েও নির্ধারিত কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়।প্রায় ৫৫ হাজার কোটা ফাঁকা রেখে রবিবার শেষ হয়েছে চলতি বছরের হজের চূড়ান্ত নিবন্ধন।এ ছাড়া সৌদি সরকারের আলটিমেটামের কারণে হজে নিবন্ধনের সময় আর বাড়ায়নি মন্ত্রণালয়।
হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার মধ্যে রবিবার রাত ৯টা পর্যন্ত ৬৪ হাজার ২৭০ জন হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন।
আর হজে যাওয়ার জন্য ব্যাংকে ভাউচার জমা দিয়েছেন প্রায় আট হাজার হজযাত্রী। সব মিলিয়ে ৭২ হাজারের বেশি হজযাত্রী আগামী বছর হজ করার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে সৌদি সরকার বাংলাদেশিদের আগামী বছরের হজের জন্য কোটা দিয়েছে এক লাখ ২৭ হাজার ১৯৮টি। সে হিসাবে এখনো ফাঁকা রয়েছে প্রায় ৫৫ হাজার হজ কোটা।
হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মোট ৬৪ হাজার ২৭০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে সরকারিভাবে চার হাজার ৭৬১ এবং বেসরকারিভাবে ৫৯ হাজার ৫০৯ জন নিবন্ধিত হয়েছেন। ব্যাংকে টাকা জমা দিয়েছেন প্রায় আট হাজার হজযাত্রী।
সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ অনুবিভাগ) ড. মো. মঞ্জুরুল হক বলেন, চলতি বছর তিন দফায় সময় বাড়ানো হয়েছে।
সৌদি সরকারের আলটিমেটামের কারণে আর সময় বাড়ানো সম্ভব হচ্ছে না।তিনি বলেন, আগামী ২২ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের টাকা সৌদি সরকারকে না পাঠালে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ৫ নম্বর তাঁবু পাওয়া যাবে না। অন্যান্য দেশ তাঁবু বুকিং দেওয়া শুরু করেছে। এ জন্য যারা নিবন্ধন করেছেন তাদের টাকা সৌদি সরকারকে পাঠানো জরুরি হয়ে গেছে।
কালের কণ্ঠ