শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
16 Dec 2024 04:43 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী উপজেলার ৫ টি ইউনিয়ের গ্রাম পুলিশ (মহল্লাদার) পদে জনবল নিয়োগে ব্যপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠেছে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কামরুল হাসানের বিরুদ্ধে।
তথ্যানুসন্ধানে জানাযায়,১২ ডিসেম্বর শুক্রবার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ৫ টি ইউনিয়নের গ্রাম পুলিশ মহল্লার পদে জনবল নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর আগে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী, মহদীপুর, বেতকাপা,মনোহরপুর ও হরিনাথপুর ইউনিয়নে গ্রাম পুলিশ মহল্লার নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বহুল প্রচারিত একটি জাতীয় ও একটি আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলে ও বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি আবেদনকারীরা জানেন না।আদৌ কোন পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা তাও জানে না সচেতন মহল।
এমন কি ইউনিয়ন পরিষদ,এবং উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে এই বিজ্ঞপ্তির সাটানো কথা থাকলে তা টাঙ্গানো হয় নি।ফলে এসব পদে আবেদেনকারী কয়েক শ প্রার্থী নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারে নি।৫ টি পদের বিপরিতে আবেদনকারী সংখ্যা কয়েক শ হওয়ার কথা থাকলে ও আবেদনকারীর সংখ্যা ১৫/২০ জন বলে অভিযোগ করা হয়।
নাম প্রকাশ না করা শর্তে জনৈকা ব্যাক্তি জানান, গোপনে এই বিজ্ঞপ্তি প্রকাশ করার ফলে অনেকেই আবেদন করতে পারে নি।কেবলমাত্র ইউপি চেয়ারম্যান, সচিব,নিয়োগ সংশ্লিষ্ট ব্যাক্তি ছাড়া কেউ জানতো না এই নিয়োগ বিজ্ঞপ্তির কথা।
এমন কি অনেক ইউপি সদস্য সদস্যা পর্যন্ত জানে না যে তাদের ইউনিয়নের জন্য মহল্লার নিয়োগ করা হবে।
এতে করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা তাদের মনোনীত ব্যাক্তিদের আবেদন করিয়ে মোটা অংকের অর্থ নিয়ে নিয়োগ পাইতে সহায়তা করেন।অভিযোগ রয়েছে এই নিয়োগে হত্যা মামলার আসামী ও রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পদ অধিকার বলে এই নিয়োগ কমিটির সভাপতি হওয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠেছে খোদ ইউএনওর বিরুদ্ধে।
তবে এ ব্যাপারে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করে ইউএনও কামরুল হাসানের কোন মতামত পাওয়া যায় নি।
আবেদন করতে পারে নি এমন চাকুরী প্রত্যাশীদের দাবি অবিলম্বে এই নিয়োগ বাতিল করে পুনঃ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বচ্ছতার সাৎে নিয়োগ পরীক্ষা গ্রহনের জন্য স্থানীয় সরকার বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।