সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪
12 Dec 2024 10:40 pm
বগুড়া সদরের সাবগ্রামের ক্ষিদ্রধামায় শনিবার বিকেলে অগ্নিকান্ডে ১০টি পরিবার ক্ষতিগ্রস্থ হওয়ায় পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছে বগুড়া শহর জামায়াত। রবিবার বেলা ৩ টায় বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মালতিনগর সাংগঠনিক থানা আমীর অধ্যাপক আব্দুস সালাম তুহিন, সেক্রেটারী আব্দুল হাদি শফিক, বাঘোপাড়া সাংগঠনিক থানা আমীর অধ্যক্ষ ইকবাল হোসেন, ইউনিয়ন আমীর অধ্যাপক হারুনার রশিদ সরকার, সেক্রেটারী অধ্যাপক আজিজার রহমান, মাওলানা মিনহাজুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। বগুড়ায় জামায়াতের যুব শাখার ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত শনিবার রাতে বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ী উত্তরপাড়ায় জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা যুব বিভাগের সভাপতি ছামসুল আলম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন মালতিনগর সাংগঠনিক থানা আমীর অধ্যাপক আব্দুস সালাম তুহিন, বাঘোপাড়া সাংগঠনিক থানা আমীর অধ্যক্ষ ইকবাল হোসেন, ফুলবাড়ী সাংগঠনিক থানা আমীর এ্যাড, শাহিন মিয়া, জামায়াত নেতা ডা. আবু বক্কর সিদ্দিক, নামিরুল হক জর্জিস, আরিফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, জহুরুল ইসলাম,ডা. লিয়াকত আলী প্রমুখ। খেলায় বারপুর যুব সংঘ ২-১ সেটে দ্ুঁপচাচিয়াকে পরাজিত করে চ্যাম্পিান হওয়ার গৌরব অর্জন করে।