সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪
13 Dec 2024 12:26 am
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিব: আজ ৮ ডিসেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়া সরাইল হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল হানাদার মুক্ত দিবস উদযাপন উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কমপ্লেক্সে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশারফ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন.সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল ইসলাম,সরাইল বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনেয়ার হোসেন, উপজেলা জামায়াত ইসলামি সেক্রেটারি মো. এনাম. উপজেলা জামায়াত সাবেক আমির মাও. কুতুব উদ্দিন, সরাইল রিপোটার্স ইউনিট সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এর পরিচালনায় উপস্থিত ছিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা আনসার কর্মকর্তা ভিউটি আক্তার, উপজেলা মাধ্যমিক অফিসের ইতি বেগম, সরাইল থানাএসআই মো. জাহিদ, সরাইল সদর বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া,সাংবাদিক আলমগির প্রমুখ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে সরাইলবাসি পান মুক্তির স্বাদ। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বিজয়ের আনন্দে ফেটে পড়ে সরাইলের মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ মানুষ। উক্ত অনুষ্ঠানে সরাইল উপজেলার কোন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেননি সরাজ উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধাদেরকে দাওয়াত দিয়েছি অংশগ্রহণ না করাটা দুঃখজনক।