শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪
12 Dec 2024 01:57 pm
ষ্টাফ রিপোর্টার:
বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর আনুমানিক তিনটার দিকে শাজাহানপুরের সাজাপুর নামক স্থানে ঢাকা- বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মোহাম্মদ আল-আমিন।
জানা গেছে, শনিবার ভোরের দিকে শাজাহানপুরের সাজাপুরে মহাসড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের রাত্রিকালীন ডিউটি টিম। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি মরদেহ রাস্তার পিচের সঙ্গে পিষ্ট হয়ে রয়েছে। মরদেহ সনাক্ত করার কোন উপায় নেই। পরে টহল টিম লাশের মাংসপিণ্ডগুলো একত্রিত করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মোঃ আলামিন জানান, মরদেহের এমন অবস্থা যে, সনাক্ত করার কোনো উপায় নেই। লাশের সুরতহাল শেষে শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।