শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪
12 Dec 2024 06:33 pm
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:-আজ ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা ও র্্যালী শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে এসে মিলিত হয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উওম কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল হাই সরকার,বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ লাল, অতিরিক্ত পুলিশ সুপার রুহল আমিন,সদর অফিসার ইনচার্জ নাজমুল আলম।আলোচনাসভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের ইতিহাস এবং কুড়িগ্রামকে হানাদার মুক্ত কথা তুলে ধরেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক উওম কুমার জানান বাঙালি জাতি বীর মুক্তিযোদ্ধাগণকে আজীবন সম্মান প্রদর্শন ও স্মরণ করবেন।