শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪
16 Apr 2025 07:06 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) এ ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে এটিএইচআরওএ। খবর দ্য হিন্দু।এর আগে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের বিষয়টিকে সামনে রেখে বাংলাদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল এটিএইচআরওএ। বাংলাদেশের কিছু কিছু মানুষের মধ্যে ভারতবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে দেশটির নাগরিকদের ত্রিপুরা রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে।
ত্রিপুরা ও কলকাতার বেশিরভাগ হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশি পর্যটকরা। পরিস্থিতি বুঝতে পেরে এটিএইচআরওএ বলেছে, মেডিকেল ভিসা-ধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে আতিথেয়তা দেয়ার অনুমতি দেয়া হয়েছে।
গত সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নিপীড়ন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারসহ ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে ত্রিপুরায় বিক্ষোভ করেন ভারতের কট্টর হিন্দুত্ব-বাদী বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকরা।
এমনকি, ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুত্ব-বাদীদের হামলা-ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে।সেদিনই বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার কোনও হোটেল ও রেস্টুরেন্টে জায়গা দেয়া হবে না বলে ঘোষণা দেয় এটিএইচআরওএ।
ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোনও ধরনের দুর্ব্যবহারের ঘটনা ঘটেনি জানিয়ে এটিএইচআরওএ বলেছে, জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার নীতির মাঝে ভারসাম্য বজায় রাখার স্বার্থে আমাদের ঘোষিত নিষেধাজ্ঞা সংশোধন করা হয়েছে। আমরা মেডিকেল ভিসা-ধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাবো ও ত্রিপুরায় তাদের যথাযথ আবাসনসহ সেবা নিশ্চিত করবো।