শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪
12 Dec 2024 09:56 pm
সঞ্জু রায়,বগুড়া:-"সমন্বিত ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবা" প্রতিপাদ্যতে বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক
স্বেচ্ছাসেবক দিবস।দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে শহরের ওয়াইএমসিএ অডিটোরিয়ামে তরুণ থেকে বৃদ্ধ সকল বয়সী সেচ্ছাসেবকদের প্রাণবন্ত অংশগ্রহণে আলোচনা সভা ও দেশের কল্যাণে নিজেদের অবস্থান থেকে করণীয় নানা পরিকল্পনাও করা হয়।
পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি)আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর পাবলিক প্রসিকিউটর এ্যাড.মোজাম্মেল হক।পিইউপি'র প্রধান সমন্বয়কারী শেখ মো:আবু হাসানাত সাঈদের পরিচালনায় ও কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মোঃ মাশরুফুল ইসলামের ব্যবস্থাপনায় সভায় সমাজ ও দেশের কল্যাণে স্বেচ্ছাসেবী মনোভাবে করণীয় নানা দিক তুলে ধরে আরো বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, শাজাহানপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, ওয়াইএমসিএ'র নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি,সিভিল সার্জন কার্যালয় বগুড়ার শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল হান্নান,দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক ও সনাক বগুড়ার সহ-সভাপতি মিলন রহমান, এসএ টিভির নিজস্ব প্রতিবেদক আরিফ রেহমান,বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, ব্রাকের জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া,সাংস্কৃতিককর্মী নিভা সরকার পূর্ণিমা,ফোকাস সোসাইটির মনিরুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার বাহাদুর আলম,লাইট হাউজের সরকারি পরিচালক ফারুক, টিআইবি'র ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ যথাক্রমে সিনথিয়া বিনতে,হানজালা সরকার, ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ যথাক্রমে মাসুম হোসেন, মারুফ মন্ডল, পিউপি’র প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন ও প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসনাত প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী আমাদের তরুণ প্রজন্ম।
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশে তারুণ্য জ্বলে উঠেছিল সেই তারুণ্যের শক্তিতেই স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে এখন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।