বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
13 Dec 2024 12:25 am
শেরপুর (বগুড়া) সংবাদদাতাঃ
বগুড়ার শেরপুরে বছরের শুরুতেই এসটিবি ইটভাটার চুলায় আগুন দিয়ে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) দুপুরে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ঘোগাবটতলা এলাকায় ইটভাটায় আগুন দিয়ে উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা।
উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া দূর্নীতি দমন কমিশন (দুদক) এর অতিরিক্ত পিপি এ্যাডঃ এস এম আবুল কালাম আজাদ, আরো উপস্থিত বিএনপি নেতা জসিম উদ্দিন মন্ডল, এসটিবি (ভাটার) মালিক শামস আরাফাত শিশির, এস এম তাসনিম আজাদ সোহান, আব্দুর রাজ্জাক, তৈহিদুর ইসলাম, গোলাম মোস্তফা আলমগীর, ভবানপিুর ইউনয়িন বিএনপির সাবেক সভাপতি এস এম আব্দুর রশদি মুকুল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শামিম আহমেদ, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরনবী হাসান পিটু প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘোগা বটতলা দাওয়াতুল হক কওমী মাদরাসার সুপার মাওলানা আলামিন সিরাজি।