বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
13 Dec 2024 12:23 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বিনামুল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরকারি প্রণোদনার বিনামুল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা, মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রাসুল সিদ্দিক, মো. তানভির হাসান, উপ-সহকারি কৃষি অফিসার জাহিদুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষক-কৃষিণীবৃন্দ। উল্লেখ্য যে, প্রতিটি কৃষক-কৃষিণী শুধুমাত্র ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ পাবে।