সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪
10 Jan 2025 04:39 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এসকে এস স্কুল এন্ড কলেজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে আজ ১ লা ডিসেম্বর রবিবার সদরের উত্তর হরিন সিংহায় অবস্থিত এসকেএস স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসকেএস স্কুল এন্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ দেলওয়ার হোসেন প্রধান, কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম, সহকারী কলেজ পরিদর্শক খায়রুল ইসলাম, উপ পরিক্ষা নিয়ত্রক জহুরুল ইসলাম প্রামানিক। এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রী, অভিভাবকগন, সাংবাদিকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এসকে এস স্কুল এন্ড কলেজের সাফল্য দেখে অনেকটাই বিষ্মিত হন তারা।প্রতিষ্ঠানটি যাতে সাফল্যের মুল লক্ষ্য পৌঁছাতে পারে সেই প্রত্যাশা করেন এবং তাদের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।শেষে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানর সমাপ্তি ঘোষনা করা হয়।