বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩
28 Mar 2025 11:08 pm
![]() |
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাসপাতাল রোড এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদিন সরকার। স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভবঘুরে জীবন-যাপন করতেন। পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার নামপরিচয় জানতে চেষ্টা চলছে।