শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
29 Nov 2024 04:26 am
প্রেস বিজ্ঞপ্তি:-আজ বৃস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব সম্মুখে কয়েকটি সংগঠনের উদ্যোগে আ ব ম মোস্তফা আমীনসহ অহিংস গণঅভ্যুত্থানের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর আহুত ঢাকার সমাবেশ পণ্ড করতে পুলিশি তৎপরতার নিন্দা জানান।আইন মেনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে সমাবেশের অনুমতি চাইলেও তারা অনুমতি দেয়া না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত না জানিয়ে ছলনার আশ্রয় নেয়।যা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের গণবিরোধী আচরণের পুনঃপ্রকাশ। গ্রেফতারকৃত আ ব ম মোস্তফা আমীন ও অহিংস গণঅভ্যুত্থান নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তব্যকালে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ৭৫ টাকার আলু, ৭০ টাকার চালে বাজারে আগুন। সে আগুনে পুড়ছে সাধারণ মানুষের পেট।অথচ মিডিয়াগুলো আ ব ম মোস্তফা আমীনসহ অহিংস গণঅভ্যুত্থান নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডায় লিপ্ত। তারা টাকা পাচারকারীদের স্বার্থরক্ষা করছে। পতিত ফ্যাসিস্ট হাসিনার দালালরা এখনো গণমাধ্যমে ঘাপটি মেরে আছে। তাদেরকে নিমূর্ল করতে না পারলে ৫ আগস্টের অভ্যুত্থান অপরিপূর্ণ থাকবে এবং প্রতিবিপ্লবীদের দংশনে ব্যর্থ হওয়ার সম্ভবনা খুব বেশি। মিথ্যা প্রোপাগান্ডা বন্ধ করে সত্য তুলে ধরতে হবে।
বিপ্লবী ছাত্র—জনতার সভাপতি আবু তৈয়ব হাবিলদার বলেন, আসিফ নজরুল সহ ঘাতক দালাল নির্মূল কমিটির সকল উপদেষ্টাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দিতে হবে।তারা বিদেশী দালাল,এনজিও’র স্বার্থরক্ষা করছে। তারা এই রাষ্ট্রের বিরোধী। তারা মোস্তফা আমীনসহ সকল দেশপ্রেমিকের শত্রু।
সভাপতির সমাপনী বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন বলেন, আ ব ম মোস্তফা আমিন একজন সৎ দেশপ্রেমিক ও ভূমিহীন কৃষক শ্রমিক জনগণের বন্ধু।দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত এনে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণ হিসেবে বিতরণ করা হলে তা দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক হবে বলে আমরা মনে করি।ফলে এই আন্দোলনের নেতৃবৃন্দকে ষড়যন্ত্রকারী বা প্রতারণাকারী হিসেবে চিহ্নিত না করে বরং তাদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানাই।
মাননবন্ধনের আরো উপস্থিত ছিলেন,গণঅভ্যুত্থান পার্টির নেতা এন ইউ আহমেদ,বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নেতা শামছুদ্দীন রাকিব,শাহিন আলম,আশরাফুল আলম,নাগরিক পরিষদের নেতা ইয়াকুব শরীফ,যুব ঐক্যের কেন্দ্রীয় সম্পাদক শামীম আহমদ প্রমুখ।
বার্তা প্রেরক,(সেখ নাছির উদ্দিন)সাধারণ সম্পাদক,বাংলাদেশ ভূমিহীন আন্দোলন