মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
26 Nov 2024 05:43 am
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরে আব্দুল পাগল মান্নান শাহের ৩৫তম ওরস মোবারক অনুষ্ঠানের অনুমতির আবেদন করা হয়েছে। সম্প্রতি শরীয়তপুর জেলা প্রশাসকের বরাবরে আবেদন করা হয়।এর বিষয় বস্তু ছিল; প্রতি বৎসরের ধারাবাহিকতায় আগামী ২৭ ও ২৮ নভেম্বর ২০২৪ ইং তারিখে আব্দুল পাগল মান্নান শাহর এর ৩৫ তম ওরস মোবারক অনুষ্ঠানের অনুমতির আবেদন প্রসঙ্গে।
গত ১০ নভেম্বর ২০২৪ করা আবেদনে এতে আবেদনকারী মোঃ আনোয়ার হোসেন খান
উল্লেখ্য করে লিখেন, যথাবিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আনোয়ার হোসেন খান,পিতা- মৃতঃ নোয়াব খান, সাং জয়নগর, উপজেলা, জাজিরা, জেলা শরীয়তপুর।এই মর্মে জানাইতেছি যে, আব্দুল পাগল মান্নান শাহর নিজ বাড়ীতে বাৎসরিক ওরস শরিফ এর আয়োজন করা হইয়াছে।প্রতি বৎসর ২৭ ও ২৮ নভেম্বর ২০২৪ ইং তারিখে ২ দিন ব্যাপী আব্দুল পাগল মান্নান শাহর নামে পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়।আমরা আব্দুল পাগল মান্নান শাহর একনিষ্ট ভক্তবৃন্দ দেশের ও বিদেশের প্রত্তন্ত অঞ্চল হইতে উক্ত তারিখে পবিত্র ওরস মোবারকে সমবেত হয়।
প্রতি বৎসরের মত চলতি বছরেও ২৭ ও ২৮ নভেম্বর ২০২৪ ইং তারিখ মোতাবেক ১২ ও ১৩ অগ্রাহ্যয়ন ১৪৩১ বাংলা রোজ শুক্র ও বুধবার ও বৃহস্পতিবার মাজার শরিফের সম্মুখে ৩৫ তম পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হইবে।বিধায় উল্লেখিত তারিখে সুষ্ঠ ভাবে পবিত্র ওরস মোবারক অনুষ্ঠান করার জন্য আপনার অনুমতি প্রয়োজন।
অতএব, ২৭ ও ২৮ নভেম্বর ২০২৪ ইং তারিখ মোতাবেক ১২ ও ১৩ অগ্রাহায়ন ১৪৩১ রোজ বুধ ও বৃহস্পতিবার উক্ত তারিখে মাজার শরীফে ওরস মোবারক সুষ্ঠভাবে সম্পাদনের অনুমতি প্রদান করিতে হুজুরের যেন সদয় মর্জি হয়।
এদিকে, সোমবার (২৫ নভেম্বর ২০২৪) সকালে উক্ত আবেদনকারী মোঃ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ ও ওরস মোবারকে আমন্ত্রণ জানিয়ে মানববন্ধন করা হয়।এছাড়াও কু-চক্রীমহলের বিভ্রান্ত ও ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।এসময় বাংলাদেশ সূফী বাদ শরীয়তপুর ও মাদারীপুর শাখার বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।শান্তি সমাবেশ শেষে উক্ত আবেদনকারী মোঃ আনোয়ার হোসেন খান শরীয়তপুর জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন।