মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
26 Nov 2024 12:59 pm
ইয়ামিন হোসেন:- যে বয়সে বাবা-মা আদর যত্ন করে স্কুলে পাঠানোর কথা,বাবা-মায়ের আদর স্নেহে বেড়ে উঠার কথা সেই বয়সে শিশু মমিনের হাতে সংসারের চাকা।
অভাবের সংসারে ১১ বছরের শিশু মমিন এখন দায়িত্বশীল পুরুষ। মমিন যেন অনেক দায়িত্বশীল, মমিন আয় না করলে চুলায় আগুণ জ্বলবে না।
বলছি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার শিশু মমিনের কথা৷মমিন ওই ইউনিয়নের মোশারফ ও রহিমা দম্পতির ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে মমিন দ্বিতীয়।
বাবা খুচরা মাছ বিক্রেতা। অভাবের সংসার, তাই বুঝ হওয়ার পরই মমিনের কাঁধে ভর কর করে সংসার।বাবার আয়ে সংসার চলে না, তাই খালাতো ভাই আরিফ মাঝির নৌকায় আধ-ভাগী হিসেবে মমিনের যাত্রা।
২৫শে নভেম্বর দুপুরে ধনিয়া তুলাতুলি জেলে পল্লীতে গিয়ে দেখা যায় কয়েক জন শিশু জাল বুনছে।এর মধ্যে নজর গেল ১০-১১ বছরের এক শিশুর দিকে।রৌদ্রে কালো হয়ে গেছে। সুতার কাজ করছে।
এ প্রতিবেদক কথা বলেন, মমিনের সাথে, জানতে চাওয়া হয় মমিন এ কাজ পারে কিনা, ছোট মমিন বললো, ছোট থেকেই এ কাজ করি। স্কুলে যাও? ভাতই খাইতে পারি না, স্কুলে যাব কেমনে, তবে পড়ালেখা করতাম চাই,পারি না কেমন আয় হয় তোমার? বড়রা যা পায়,আমি তার থেকে একটু কম পাই। ৩০০/৪০০ টাকা পাই আবার কম ও পাই।
তোমার বন্ধুরা যখন স্কুলে যায় তখন কেমন লাগে? নিঃস্বাস পেলে মমিন বললো খারাপ লাগে, আর লাগলেই কি করমু, আমরা গরীব মানুষ।
মমিনের খালাতো ভাই আরিফ মাঝি বলেন, আমরা গরীব মানুষ, তালে-মিলে চলি। মমিন ছোট হলেও জ্ঞান আছে।