শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
10 Apr 2025 10:41 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- অ্যাটাক ড্রোনের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। রাশিয়ার সঙ্গে দেশটির সহযোগিতা গভীর হওয়ায় আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এমন কথা বললেন তিনি।
শুক্রবার (১৫ নভেম্বর) সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পিয়ংইয়ংয়ের মনুষ্যবিহীন আকাশ প্রযুক্তি কমপ্লেক্সের তৈরি বিভিন্ন ধরনের আত্মঘাতী অ্যাটাক ড্রোনের সর্বশেষ পরীক্ষা তদারকি করেছেন কিম। ড্রোনগুলো ভূমি ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কার্যকরভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করতে পারে এগুলো।
কেসিএনএ জানিয়েছে, কিম যত তাড়াতাড়ি সম্ভব একটি 'সিরিয়াল উত্পাদন ব্যবস্থা' তৈরি এবং 'পূর্ণমাত্রায় গণ উত্পাদনে' যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
উত্তর কোরিয়া গত আগস্টে প্রথম আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছিল। সামরিক বিশেষজ্ঞরা বলেছিলেন, এই সক্ষমতার জন্য রাশিয়ার সঙ্গে দেশটির ক্রমবর্ধমান জোট জোড়াল হচ্ছে। উভয় পক্ষই এখন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও সই করেছে।
তুলনামূলকভাবে কম খরচে ট্যাংক ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বলে যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে এই ড্রোন। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতেও ড্রোনের ব্যবহার বেড়েছে।
কেসিএনএ জানিয়েছে, নতুন পরীক্ষা করা ড্রোনগুলো পূর্বনির্ধারিত পথ ধরে উড়ে যাওয়ার পর 'সুনির্দিষ্টভাবে' লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।