সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
24 Nov 2024 08:16 am
৭১ভিশন ডেস্ক:- আজ রবিবার, ১০ নভেম্বর ২০২৪, সকাল ৯ ঘটিকা থেকে বিকেল চারটা পর্যন্ত বন-পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর আহবানে নোঙর বাংলাদেশ নড়াই নদীর পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহণ করে।
রাজধানীর রামপুরা বনশ্রী গুদারা ঘাট থেকে শুরু করে মেরাদিয়া ঘাট পর্যন্ত ১ কিলোমিটার পর্যন্ত এই পরিচ্ছন্ন অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছ্ন্ন কর্মীসহ শতাধিক পরিবেশ কর্মী অংশ গ্রহণ করে।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম এ আক্তার নড়াই নদীর পাড়ে পরিচ্ছন্ন অভিযানের সূচনা করে সকল নাগরিকদের খাল বিল নদ-নদী ও পরিবেশ দখল ও দূষণমুক্ত রাখতে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং রাজনীতি চাই নদী ও পরিবেশ বান্ধব। যুব দিবস ২০২৪ উপলক্ষে দেশের ৬৪ জেলার ৬৪টি খাল পরিচ্ছন্ন অভিযানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণ নদী ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার উধারন এই প্রথম। এ প্রসংসনীয় উদ্যোগ গ্রহণ করার কারণে দেশের সকল নদী ও পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে হাজার নদী শুভেচ্ছা জানাচ্ছি।
পাশাপাশি নদী এবং খাল পরিচ্ছন্ন অভিযানের জন্য সরকারের পর্যাপ্ত বাজেট এবং তদারকি প্রয়োজন। বাজেট ছাড়া পরিবেশবাদি সংগঠনের পক্ষে এ ধরনের কঠিন কাজ সম্পন্ন করা অসম্ভব। আমরা নোঙর পরিবার সারা দেশে সম্পূর্ণ স্বেচ্ছায় বিনামূল্যে এই কার্যক্রমে যুক্ত হয়েছি। আগামী দিনেও নদী ও প্রাণ প্রকৃতি এবং খাল-বিল দখল-দূষণ রোধ করতে আমাদের এ স্বেচ্ছাসেবা ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে। কারণ নদীমাতৃক বাংলাদেশ এখন মরূমাতৃক হয়ে গেছে তাই নদী রক্ষা করার কোন বিকল্প নেই।
নড়াই নদী পরিচ্ছন্ন অভিযানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর শাহরিয়ার রেজা, নোঙর চট্টগ্রাম বিভাগের আহবায়ক জনাব আশরাফ উদ্দিন চৌধুরী, নোঙর কেন্দ্রীয় সদস্য ফজলে সানি, মীর মোকাদ্দেস আলী শান্ত, আমিনুল হক চৌধুরী, নোঙর নড়াই নদী ইউনিটের আহবায়ক আলমগীর পারভেজ, নোঙর বালু নদীর সদস্য সচিব আদিল মাহমুদ অঞ্জন এবং বিআ-আই এস এম এ এর প্রেসিডেন্ট, শাকিরা বিনতে আলমসহ আরো অনেকে।
উল্লেখ্য যুব দিবস ২০২৪ উপলক্ষে গত ১ নভেম্বর রাজধানীর ত্রিমোহনীর জিরানি খাল পরিছন্নতার মাধ্যমে সারাদেশের ৬৪টি খাল পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।