রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
22 Apr 2025 05:08 am
![]() |
মোঃ মোরশেদুল ইসলাম রবিঃ কাহালু সামাজিক উন্নয়ন ক্লাব এবং সুমন একাডেমিক যৌথ উদ্যোগে নক আউট ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কাহালু সরকারি কলেজ মাঠে উক্ত খেলার সভাপতিত্ব করেন মোঃ সুমন রশিদ সুমন এবং এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান রঙ্গিন সাবেক সেনা সদস্য ও কাহালু উপজেলার অন্যতম গোলকিপার,
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন খেলাধুলার বিকল্প নেই খেলাধুলায় পড়ে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার মাধ্যমে আমরা কাহালু উপজেলাকে মাদকমুক্ত সমাজ গড়বো এবং তিনি বলেন যে মুখে ডাকি মা সে মুখে মাদক না আমরা অবসর সময় সবাই খেলাধুলার প্র্যাকটিস করব এসব বলেন তিনি ।উক্ত খেলার পরিচালনা করেন মোঃ সুমন হোসেন, পরিচালক সুমন একাডেমী ।