মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪
07 Apr 2025 09:33 am
![]() |
স্টাফ রির্পোটার:- আন্তজার্তিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।গত ২৬ অক্টোবর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বিধান চন্দ্র রায় সাক্ষরিত দেওয়ান মাসুদ রহমানকে সভাপতি এবং এইচএম জাকিরকে সাধারণ সম্পাদক মনোনিত করে ২২ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন,উপদেষ্টা বিধান চন্দ্র রায়, মো.আলমগীর হোসেন বাহার, সহ সভাপতি,মো. মনির হোসেন,যুগ্ম সম্পাদক, মাহমুদ আলম লিটন,পারভেজ হোসাইন, সহ সম্পাদক রাশেদ রহমান, মেহেরিন ইসলাম মেরিন,সাংগঠনিক সম্পাদক সুভ্র রক্ষিত, অর্থ ও হিসাব সংরক্ষণ সম্পাদক জি এম হোসাইন, প্রকাশনা সম্পাদক,নেহলীন সাবাহ খান অহনা,অনুষ্ঠান সম্পাদক অর্পিতা ঘোষ, প্রশিক্ষণ সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি,সমাজসেবা সম্পাদক মির্জা মো.ইউসুফ,পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক সালমা রহমান,মানবাধিকার বিষয়ক সম্পাদক সুলতানা ইতি,অফিস ব্যবস্থাপনা সম্পাদক আরাফাত সুমন,
নির্বাহী সদস্য নাফিয়া নওরীন নেহা,নাবিলা সেজুতি,আলো রানী ও মুশিউর রহমান।