সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪
26 Nov 2024 05:22 am
৭১ভিশন ডেস্ক:- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার যুক্তরাষ্ট্রের ‘অস্থিতিশীল উপস্থিতি’ নিয়ে সমালোচনা করেছেন। সম্প্রতি ওই অঞ্চলে বি-৫২ বোমারু বিমান মোতায়েনের পরিপ্রেক্ষিতে তিনি এ সমালোচনা করেন।
এদিন বাঘাই সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করি, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি অস্থিতিশীলতার কারণ।’ এ ধরনের উপস্থিতি ‘ইরানের আত্মরক্ষার সংকল্পকে বাধা দিতে পারবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শনিবার জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েনের সিদ্ধান্তটি ইরানের জন্য সতর্ক সংকেত। কারণ ইরান সম্প্রতি ২৬ অক্টোবরের ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।
১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে ইসরায়েল ওই হামলা চালায়। আর তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর নেতৃবৃন্দ ও একজন রেভল্যুশনারি গার্ডস কমান্ডারের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান।
ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত চার সেনা নিহত হন এবং কয়েকটি রাডার সিস্টেমে ‘সীমিত ক্ষতি’ হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন। এ ছাড়া এতে একজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলেও ইরানের গণমাধ্যমে জানানো হয়।
ইরানের প্রতিক্রিয়া ‘নিশ্চিত ও দৃঢ়’ হবে উল্লেখ করে বাঘাই আরো জানান, গাজা ও লেবাননে যুদ্ধবিরতির উদ্যোগ ও প্রচেষ্টাকে ইরান সমর্থন করে, যেখানে ইসরায়েল ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করছে।
ইসরায়েলের দাবি, তাদের ২৬ অক্টোবরের হামলার লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন।
তবে তেহরান জানায়, তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনে এ হামলার কোনো প্রভাব পড়েনি।
এদিকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার জানান, ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্রব্যবস্থা রয়েছে যে ইসরায়েল ‘আমাদের আক্রমণের সাহস করবে না।’
সংবাদ সম্মেলনে বাঘাই আরো জানান, পরমাণুনীতি পরিবর্তন ও পারমাণবিক অস্ত্রের দিক থেকে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ‘আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছুর’ সঙ্গে সজ্জিত থাকবে।
সূত্র : এএফপি