শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪
29 Nov 2024 05:52 am
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে একাধারে ৩০ বছর যাবত একই মসজিদে খেদমত করা মুয়াজ্জিন রাজু সরকার হুজুর কে অন্যরকমভাবে বিদায় প্রদান করেছে মসজিদ কমিটি ও এলাকাবাসী। শুক্রবার (১ নভেম্বর) জুমার নামাজ পূর্ববর্তী উপজেলার খন্দকারটোলা শাহবন্দেগী জামে মসজিদে পরিচালনা কমিটর পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। একজন দীর্ঘদিন মসজিদে খেদমত জীবন শেষে এমন শুভেচ্ছার উদ্যোগকে স্বাগত জানান এলাকার অনেক উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ।
জানা যায়, খন্দকারটোলা শাহ-বন্দেগী জামে মসজিদের মুয়াজ্জিন রাজু সরকার হুজুর। তিনি একই মসজিদে একটানা ৩০ বছর মুয়াজ্জিন হিসেবে খেদমত করে গেছেন। বয়স এবং কর্মক্ষমতা কমে যাওয়ায় দীঘ কর্মজীবন শেষে তিনি অবসর নেন। তার এই দীর্ঘ খেদমত জীবনকে স্মরণীয় করতে রাখতে মসজিদ কমিটির পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে এলাকার হাজারো মুসল্লির উপস্থিতিতে নগদ প্রায় ২ লাখ টাকা ও ১টি ছাগল প্রদান করা হয়েছে মুয়াজ্জিনকে। একজন সাধারণ মুয়াজ্জিন হিসেবে এমন বিরল সম্মান পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান মুয়াজ্জিন রাজু সরকার।
এ সময় বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ, মসজিদ কমিটির সদস্য শফিকুল ইসলাম, মাহমুদল হাসান লিটন, আরিফ, জালাল উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকুরী জীবন শেষে এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা সুযোগ-সুবিধা আছে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের খতিব, মুয়াজ্জিনদের জন্য এ সুবিধা না থাকলেও খন্দকারটোলা শাহবন্দেগী জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ রাজু সরকার কে সম্মানজনক বিদায় সংবর্ধনার এই উদ্যোগ আগামীতে অন্যান্য মসজিদের খতিব, মুয়াজ্জিনদের সম্মানে নতুন দিগন্ত উন্মেচিত হবে।