শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪
29 Nov 2024 11:42 am
শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- কৃষিকে আধুনিকায়ন করতে যান্ত্রিক প্রযুক্তি কাজে লাগাতে কৃষক কৃষাণী নিয়ে দিনব্যাপী দেশীয় আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন এবং বাস্তবায়নে
জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ।বৃহস্প্রতিবার ৩১অক্টোবর জামালপুর পুর সদর উপজেলার শরিফ পুর ইউনিয়নের জয়রামপুর মরহুম হোসেন আলী মন্ডলের বাডীতে একদিন ব্যাপী এক প্রশিক্ষনে ৫০জন কৃষক কৃষাণীদের যন্ত্রপাতি প্রদর্শন ও যন্ত্রগুলি চালিয়ে উপস্থিত কৃষক কৃষাণীদের চালিয়ে দেখানো হয়।
প্রর্দশিত যন্ত্রপাতির মধ্যে ধান,গম,সরিষা কাটা যন্ত্র,উন্নত ধরনের ৪৮ ফালের পাওয়ার টিলার মেশিন,বাদাম বীজ ছোলানো যন্ত্র,ধান উড়ানো যন্ত্র, সরিষা,গম,ভুট্টা,বপন যন্ত্র ও ধান ক্ষেতের আগাছা পরিস্কার যন্ত্র সহ ৫৫ প্রকার বারী উদ্ভাবিত যন্ত্রপাতি আবিষ্কার করেন দেশীয় প্রযুক্তিতে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কেন্দ্রের উধ্বতম বৈজ্ঞানিক কর্মকর্তা ড,মো,এরশাদুল হক,জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড,মো,রজব আলী,জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা মো,শাহাদত হোসেন,জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা খুরশিদা আক্তার, জামালপুর সদর উপজেলা কৃষি অফিসার উপসহকারি কৃষি কর্মকর্তা
শেখ মোহাম্মদ শাহানূজ্জামান,মোঃ নুরুজ্জামান, মোঃ আবু সাঈদ,মোঃ মাসুদুল হক,মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।