মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
27 Dec 2024 02:16 pm
সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:- পঞ্চগড়ের বোদায় শামীম (১৫) নামের এক কলেজ ছাত্রকে অপহরণের পর উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। এসময় অপহরণকারী মো. আজগর আলী (৩৮), মিরাজ হাসান মেহেদী (১৯), মো. আপেল ইসলামকে (২৪) আটক করেছে বোদা থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দোহশর গ্রামের বেসরকারি চাকরিজীবী হাসান আল মামুনের ছোট ভাই বলরামপুর কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী মো. শামীম গত শুক্রবার তার ব্যক্তিগত কাজে দুপুরে বোদা বাজারে যায়।
বিকেলে তার বড় ভাইয়ের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে যে ছোট ভাই তাদের হেফাজতে আটক আছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা দাবি করে বলে তার ভাইকে নিয়ে যেতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। এরপরে বোদা থানা পুলিশের সাথে যোগাযোগ করে অপহরণ হওয়ার ঘটনা জানানো হয়।
বোদা থানা পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নাম্বার ট্র্যাকিং করে উপজেলার ৯নং সাকোয়া ইউপির রামপ্রসাদ কার্জীপাড়া গ্রামস্থ কার্জীপাড়া দুর্গামন্দিরের পশ্চিমে জনৈক শাহাদাৎ সম্রাট এর পুকুর পাড়ের টিনসেড ঘরে অপহরণকৃত শামীমকে উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে পুলিশ আজগর আলী, মিরাজ হাসান মেহেদী, আপেল ইসলামকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ৩ জন অপহরণকারী পালিয়ে যায়। এসময় আটককৃত আজগরের দেহ তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের ডান পকেট হতে একটি স্টিলের ছোট কাঁচি, একটি ক্ষুর, একটি বেøড, অপহরণের সময় কথোপকথনে জন্য ব্যবহৃত আইটেল কোম্পানির একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরণ ঘটনায় ভিকটিমের ভাই থানায় ৬ আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করে।এই মামলায় ৩ জন আসামিকে আটক দেখিয়ে শনিবার বিকেলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়