মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
12 Jan 2025 07:04 am
সঞ্জু রায়:-মহাকাশে স্পুটনিক-১ উড্ডয়নের ৬৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় নানা আয়োজন করছে ঢাকাস্থ রাশিয়ান হাউস যেখানে ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রাণবন্ত অংশগ্রহণ করছেন।
উদযাপনের অংশ হিসেবেই শুক্রবার ছুটির দিনটি ছিল শিক্ষার্থীদের জন্য।
লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় দিনটিতে প্রথমে শিক্ষার্থীদের রাশিয়ান ডকুমেন্টারি "বিগ রাশিয়ানস: সিওলকোভস্কির উইন্ড টানেল" এর প্রদর্শনী করা হয়। স্ক্রিনিংয়ের পরে স্কুলের শিক্ষার্থীদের জন্য রাশিয়ান লোকজ খেলা গোরাদকির আয়োজন করা হয়।
যে খেলায় নির্দিষ্ট দূরত্ব থেকে একটি ব্যাট নিক্ষেপ করে বিভিন্ন ফিগারকে "নক আউট" করতে হয়।বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা ৩টি দলে বিভক্ত হয়ে বিজয়ের উদ্দেশ্যে অত্যন্ত আনন্দের সাথে খেলায় অংশগ্রহণ করেন।পরে বিজয়ীদের অংশগ্রহণের জন্য প্রত্যেককে স্মারক সনদ প্রদান করেন ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভোইচেনকভ।