সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
22 Dec 2024 11:53 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ কর্তৃক লগি-বৈঠার নৃশংস হত্যার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সোমবার বিকেলে বগুড়ার কাহালু ঐতিহাসিক রেলওয়ে বটতলায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস সাহিদ খান।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার সাবেক আমীর ও কাহালু উপজেলা পরিষদের পরপর ৩ বারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সেক্রেটারী আলহ্জ্বা শহীদুর রহমান সবুজ এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার নায়েবে আমীর মাওঃ মমতাজ উদ্দিন, জেলা পশ্চিম শাখার কর্ম পরিষদের সদস্য ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, অফিস সেক্রেটারী মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার নায়েবে আমীর ও নারহট্র ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া পশ্চিম জেলা শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, বগুড়া জেলা পশ্চিম শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কাহালু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল হান্নান, কাহালু উপজেলা তরবিয়াত এর সেক্রেটারী মাওঃ বেলায়েত হোসেন, বগুড়া জেলা পশ্চিম শাখার শিবিরের সভাপতি জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার সভাপতি মাওঃ ফেরদৌস আলম, সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর হাফেজ সাইফুল ইসলাম নজরুল, জামায়াতনেতা আলহাজ্ব ফখরুল ইসলাম, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম কুদ্দুস, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাহালু উপজেলা উত্তর শাখার সভাপতি আশরাফুল ইসলাম সহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।