রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
01 Jan 2025 11:27 pm
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ-বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি) ময়নুল ইসলাম এনডিসি বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ এর কবর জেয়ারত করেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় পুলিশের আইজিপি পঞ্চগর থেকে সড়ক পথে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়ীতে যান এবং সেখানে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত ও মোনাজাত শেষে আবু সাঈদের পিতা মাতা সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম,মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ,রংপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, রাকিব হাসান, তরিকুল ইসলাম,ওসি এমএ ফারুক সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের আইজিপি পীরগঞ্জ থেকে রংপুর বিভাগীয় শহরে রংপুর মেট্টোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসুচী উদ্বোধন করবেন।এছাড়াও তিনি রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের পরিবােিরর সদস্যদের সাথে সমাবেশ ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন বলে জানা যায়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরের পার্কের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, যুবলীগ,ছাত্রলীগের সাথে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি