রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
27 Dec 2024 07:33 am
প্রেস বিজ্ঞপ্তি:-আজ জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাধীন কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জন জোট-পিপলস্ এলায়েন্স।জন জোটের কেন্দ্রীয় নারী সমন্বয়ক রেশমা আক্তারের সঞ্চালনায় প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজীর সভাপতিত্বে ষ উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ সমাবেশের সভাপতি মুজাম্মেল মিয়াজী বলেন, এই সরকারের নামে সমস্যা রয়েছে।এই সরকার নাম হওয়া প্রয়োজন ছিল বিপ্লবী সরকার।কারন কোন নিয়মের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আসেনি।বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে।তাই সরকারের নাম পরিবর্তন করা খুবই জরুরী।এই সরকারের দায়িত্ব বৈষম্য দূর করতে এবং সিন্ডিকেট ভাঙ্গতে সকল সেক্টরকে সংস্কার করা কিন্তু সরকার ব্যর্থ হচ্ছে কারন সরকার সিন্ডিকেট ভাঙ্গতে পারেনি।
আগামী এক সপ্তাহের মধ্যে বাজার সিন্ডিকেট ভাঙ্গতে হবে এবং স্বাধীন কমিশন গঠন করতে হবে ।
বিশেষ বক্তব্য হিসাবে ছিলেন বাংলাদেশ জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন -তিনি বলেন,বাংলাদেশ জন জোট জনগণের পক্ষে কাজ করার অঙ্গীকার নিয়েছে।কোন সরকারের চামচামি ও তাবেদারী করতে আসেনি।দ্রব্যমূল্যের দাম আজ চরম ঊর্ধগতিতে গতিতে।মানুষ বাজার করতে হিমশিম খাচ্ছে।হয়ত বাজার নিয়ন্ত্রণ করুন নতুবা দায়িত্ব থেকে সরে দাঁড়ান৷।
বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জন জোটের কেন্দ্রীয় উপদেষ্টা এবং আজকের পত্রিকার সিনিয়র সম্পাদক জসীমউদ্দিন খাঁন- তিনি বলেন, বাজারে বের হলেই মনে হয় বাজারে আগুন লেগেছে।সিন্ডিকেট ভাঙ্গতে কেন সরকার ব্যর্থ হচ্ছে আমার বোধগম্য নয়।এই সরকারের সাহসী হওয়া আরো দরকার ছিল।কোন শক্তির তোয়াক্কা না করে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়াই হবে হবে সরকারের সাহসীকতার পরিচয়।
প্রধান বক্তা হিসাবে ছিলেন বাংলাদেশ জন জোটের কেন্দ্রীয় অন্যতম উপদেষ্টা হারুন-অর - রশিদ খাঁন -তিনি বলেন, দেশকে সংস্কার করার জন্য আমরা সরকারকে আরো সময় দিতে প্রস্তুত কিন্তু সরকার যদি এখনই বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তবে সেটা হবে সরকার ও জনগণের জন্য দূর্ভাগ্য ।তবুও বলব আমরা আরো সময় দিব তবে আপনারা বাজারের সিন্ডিকেট ভেঙ্গে দিন, কালো বাজারীদের শাস্তির আওতায় নিয়ে আসুন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাধীন কমিশন গঠন করুন তবেই আপনারা জন সমর্থন পাবেন ।
বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক সমন্বয়ক হাসান আলী স্বপন বলেন,
দ্রব্যমূল্যের বাজার আজ চরম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।সাধারণ জনগণ আজ ঠিক মত বাজার করতে পারছেনা এবং ঠিক মত খেতে পারছেনা।কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হয়েছে।যে উদ্দেশ্য বিপ্লব হয়েছে সে উদ্দেশ্য সফল না হলে আপনারা ব্যর্থ হবেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করেন বাংলাদেশ জন -পিপলস্ এলায়েন্স এর কেন্দ্রীয় নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
সমাপনী বক্তব্যে প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে স্বাধীন কমিশন গঠন করুন আর নতুবা ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করুন।
বার্তা প্রেরক,সুরাইয়া ইয়াসমিন,কেন্দ্রীয় সমন্বয়ক,বাংলাদেশ জন জোট