শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
26 Nov 2024 07:36 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরধীন বাজেটের আওতায় সিনিয়র কাহালু উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গত বুধবার উপজেলার মৎস্য চাষিদের ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃর্তক ৩ বারের স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী ও কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের সত্ত¡াধিকার আলহাজ্ব মো. শফিকুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্য অফিসার কালিপদ রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু মৎস্য সম্প্রসারণ অফিসার মোছা. রাইহাতুন নাহার, সহকারি উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারি আব্দুর রউফ প্রমূখ।
উক্ত প্রশিক্ষণে কাহালু উপজেলার প্রায় শতাধিক ক্ষুদ্র মৎস্যচাষী অংশগ্রহন করেন।