শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
26 Nov 2024 07:49 pm
শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা এলাকার মোমো মিথী ফিলিং ষ্টেশনের পিছনে মাদকদ্রব্য সেবন ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ছয়জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো জামালপুর শহরের পাথালিয়া এলাকার সাহেব আলীর ছেলে মো. শামীম আহম্মেদ (৩০), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বটতলা গ্রামের খন্দকার জাহাঙ্গীর আলমের ছেলে মো.মোস্তাফিজুর রহমান দিপু (২৫)জামালপুরের দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা গ্রামের মো.আবুল মনসুরের ছেলে শাকির আহাম্মেদ (৪২),মৃত খোকা মন্ডলের ছেলে মো. তামিম হোসেন (২২)মো. আমিনুল ইসলামের ছেলে মো. অন্তর (২০) এবং ছোনটিয়া গ্রামের আঃ সামাদ আলীর ছেলে শামীম হোসেন (২৭)।
নারায়নপুর তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি সঙ্গীয় ফোর্সসহ দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা এলাকার মোমো মিথী ফিলিং ষ্টেশনের পিছনে যান।সেখানে মাদকদ্রব্য সেবন ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় ছয়জন মাদক কারবারীকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের নিকট হতে ০৭পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এবং মাদক সেবনের বিভিন্ন ধরনের সরঞ্জামাদী জব্দ করা হয়।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, আটককৃতদের বিরুদ্ধে ৩৬(১) এর ১০(ক)/১৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। জামালপুর থানার মামলা নং-৩৯ তাং-২৫/১০/২০২৪। আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।