শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
21 Nov 2024 06:47 pm
৭১ভিশন ডেস্ক:- বৃহস্পতিবার রাতে হঠাৎই ফেইসবুক লাইভে আসেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বলেন,যেহেতু শেখ হাসিনা সংবিধান অনুযায়ী, সশরীরে রাষ্ট্রপতির সাথে দেখা করে লিখিত পদত্যাগপত্র দেননি তার মানে তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর, মুহাম্মদ ইউনূসের সরকার অবৈধ।
তার ভাষায়, "সরকার অবৈধ তাই, ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার তাদের নেই। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতোভাবে জড়িত।"
তার দাবি, আওয়ামী লীগ কখনো কাউকে মারেনি, নিপীড়ন করেনি। ষড়যন্ত্র করে "শেখ হাসিনার ওপর হত্যার দায় চাপিয়ে জনগণকে ভুল বোঝানো হয়েছে।"
প্রায় এগারো মিনিটের ফেসবুক লাইভে মি. নানক অভিযোগ করেন, "বাংলাদেশে এখন ফ্যাসিস্ট শাসন চালু হয়েছে।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 'কিশোর গ্যাং' থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সরকারের বস্ত্রমন্ত্রী। বলেন, হিজবুত তাহরীর, জামায়াত শিবিরসহ জঙ্গীরা আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়েছিল।
পিএনএস