বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
20 Jul 2025 08:15 pm
![]() |
বুধবার (১৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩ দফা ন্যায্য দাবির প্রেক্ষিতে উপদেষ্টা মাহফুজ সংবাদ সম্মেলনে বক্তব্যের সময় তার ওপর পানির বোতল নিক্ষেপ করা সুন্দর হয়নি। এটা হটকারী আচরণ হয়েছে।’
তিনি আরও লিখেন, ‘যিনি নিক্ষেপ করেছেন টোটাল আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার যৌক্তিক সাইন বলে মনে করি। তিনি যেই হোক প্রশাসন ও শিক্ষার্থীদের উচিত তাকে খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা।’
এর আগে বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনের বিষয়ে কথা বলার সময় শিক্ষার্থীদের মধ্য থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। এমন সময় কথা শেষ না করেই সেই জায়গা থেকে চলে যান তিনি।
পিএনএস