শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
23 Dec 2024 04:59 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি মরহুম গোলাম রব্বানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে।
বুধবার রাতে শহরের কলোনী সংগঠন কার্যালয়ে নন্দন শিল্পীগোষ্ঠী এ দোয়া মাহফিলের আয়োজন করে।সংগঠনের সভাপতি মতিয়ার রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সোহরাব হোসেন খাঁন,আতিকুর রহমান মিঠু, ডাঃ আব্দুল মোমিন রতন, এ্যাডভোকেট আব্দুল কাদের মজনু,সাধারণ সম্পাদক রনজু ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জমির আলী, সহ-সভাপতি আমিনুল হক আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি,সিনিয়র কার্যনির্বাহী সদস্য মাহমুদ কাজল নুর, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক হোসেন, নুরুল ইসলাম নুরু, সদস্য আব্দুল জলিলসহ প্রমুখ।এসময় মরহুম গোলাম রব্বানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এরআগে গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।
বার্তা প্রেরকমোঃ রনজু ইসলাম,সাধারণ সম্পাদক ,নন্দন শিল্পীগোষ্ঠী, কলোনী, বগুড়া।