বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
12 Jan 2025 08:48 am
প্রেস বিজ্ঞপ্তি:-আজ বুধবার ২৩ অক্টোবর ২০২৪ বুধবার বেলা ১১ টায় জোটের অস্থায়ী কার্যালয় সেগুনবাগিচা ঢাকায় গণতান্ত্রিক বাম ঐক্যের জরুরী সভা অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশীদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম প্রমুখ।
এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের বলেন, প্রতিবিপ্লবের দুঃস্বপ্নে বিভোর পতিত স্বৈরাচারের দোসর বঙ্গভবনে ঘাপটি মেরে থাকা পাপেট শাহাবুদ্দিন চুপ্পুর মিথ্যাচারের পর রাষ্ট্রপতি পদে থাকার আর কোন অধিকার নাই। গণঅভ্যুত্থান উত্তর শহীদদের আহতদের জন—আকাঙ্ক্ষার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পদে এতদিন ধরে তাকে রাখা সম্পুর্ন সাংঘর্ষিক। গণতান্ত্রিক বাম ঐক্য ৫ই আগস্ট ২০২৪ রাজপথে ঘোষণা দিয়েছিল বিপ্লবী সরকার গঠনের, তাহলে আজকে কোন সংকটে পড়তে হতো না। বর্তমান সংবিধান স্বৈরতন্ত্রের সমর্থক, এই সংবিধান দেশকে চলমান সংকট থেকে উদ্ধারের কোন পথ খোলা রাখে নাই। এই সংবিধান কে আঁকড়ে বসে থাকলে সংকট ঘনীভূত হবে, দেশ ও জনগণ আরো গভীর সংকটে উপনীত হবে।
নেতৃবৃন্দ বলেন, এমতাবস্থায় গণতান্ত্রিক বাম ঐক্য মনে করে দেশের এই ক্রান্তিকালে গণঅভ্যুত্থানের ফসল গণ আস্থার প্রতীক মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জরুরী ভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে অংশ নেয়া রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষক সুশীল সমাজ, সাংস্কৃতিক সংগঠন অন্যান্য শ্রেনী পেশার প্রতিনিধিদের জাতীয় সংলাপ আহ্বান জরুরী। পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নাই। ইস্পাত দৃঢ় জাতীয় ঐক্যের প্রয়োজনে জাতীয় সংলাপের বিকল্প নাই।
বার্তা প্রেরক,(কমরেড সামছুল আলম)সহকারী সমন্বয়ক, গণতান্ত্রিক বাম ঐক্য,সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক মজদুর পার্টি