বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
08 Jan 2025 04:17 am
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ-দেশের চলমান পরিস্থিতি এবং দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা,পৌরসভা ও অঙ্গ সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বিকেলে পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার হলরুমে উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক মাহামুদুনব্বী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহŸায়ক সাইফুল ইসলাম। এসময় সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন তাদের সপ্ন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিলীন হতে দেয়া যাবে না ।আগামীর বাংলাদেশ আবু সাঈদ এর তাদেরকে সহযোগিতা করতে হবে তাহলেই দেশের মানুষ ভালো থাকবে ।বিএনপি নেতাকর্মীরা যারাই অন্যায়ের সাথে যুক্ত থাকবে তাদের স্থান দলে নেই তারা যারাই হোক অন্যায়কারীদের আইনের হাতে তুলে দিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন।উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শাহিনুজ্জামান শাহীন, পৌর বিএনপির আহŸায়ক সাইফুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর