সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
03 Jan 2025 12:05 am
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ- অর্ন্তবতীকালীন সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিলুপ্তি করনের অভিপ্রায়ের প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত।
শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্ত¡রে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন পীরগঞ্জ শাখার উদ্যোগে ইউপি সদস্য সদস্যরা এ মানব বন্ধন করেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন পীরগঞ্জ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, চৈত্রকোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোস্তাফিজার রহমান, মদনখালী ইউনিয়নের হানিফুর,বড়আলমপুরের শিমুল মিয়া, মিঠিপুরের হাফিজার রহমান, চতরার মতিয়ার রহমান,কাবিলপুরের হারুন-অর রশিদ, পীরগঞ্জ সদর ইউনিয়নের শফিকুল ইসলাম শফিক, শানেরহাট ইউনিয়নের মোফাজ্জল হোসেন, কুমেদপুরের সংরক্ষিত মহিলা সদস্য গোলসেন আরা, বড় আলমপুর ইউনিয়নের সুরুজ তারা, ভেন্ডবাড়ীর শহিদা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে।
এতে আমরা উদ্বিগ্ন।আমরা অপসারণ হলে ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রম গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যাহত হবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধী জনপ্রতিনিধিদের অপসারণ করা হলেও ঢালাওভাবে সকলকে যেন অপসারণ করা না হয়।
বর্তমান সরকারের সাথে কাজ করার কথা জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অবশিষ্ট সময় স্ব-স্ব পদে বহাল রাখার জোর দাবি জানান তারা। তা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারি দেন ইউপি সদসন্যরা।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি