সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
25 Dec 2024 10:49 am
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল, গ্যাস, খনি, খুচরা ব্যবসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো দশটি খাতের জন্য নতুন সেবা ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করেছে।এগুলি হুয়াওয়ের গ্রাহকদেরকে ডিজিটাল ও ইন্টেলিজেন্ট রূপান্তরের ক্ষেত্রে সাহায্য করবে।
হুয়াওয়ের কর্পোরেট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি সেলস অ্যান্ড সার্ভিসের প্রেসিডেন্ট লি পেং সামিটের উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমরা নেটওয়ার্কিং, স্টোরেজ, কম্পিউটিং, ক্লাউড ও বিদ্যুৎ ক্ষেত্রে আমাদের সক্ষমতাগুলিকে একত্রে ব্যবহার করছি। নতুন ও ইন্টেলিজেন্ট অবকাঠামো নির্মাণের জন্য আমরা সহযোগীদের সাথে কাজ করছি।”
এই সামিটে হুয়াওয়ে সব পক্ষকে একত্রে কাজ করার পাশাপাশি নতুন সুযোগ গ্রহণে আহ্বান জানিয়েছে।বিভিন্ন শিল্পখাতের ব্যবসায়িক সমস্যা দূর করতে হুয়াওয়ে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ অব্যাহত রাখবে।এই উদ্দেশ্যে অ্যামপ্লিফাইং ইন্ডাস্ট্রিয়াল ডিজিটালাইজেশন অ্যান্ড ইন্টেলিজেন্স প্র্যাকটিস হোয়াইট পেপার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।এতে ২০টিরও বেশি শিল্পখাতের ১০০টিরও বেশি সাফল্যের বিবরণ রয়েছে যা গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করবে।
এছাড়াও অংশীদারদের সাথে সহযোগিতা দৃঢ় করা এবং ডিজিটাল ও বৃদ্ধিভিত্তিক ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের।গ্রাহকদেরকে বৈশ্বিক পর্যায়ে রূপান্তরের মূল্যায়ন সূচক সম্পর্কে ধারণা দিতে হুয়াওয়ে ইতোমধ্যে আইডিসি-এর সাথে গ্লোবাল ডিজিটাল ইনডেক্স (জিডিআই) তৈরি করেছে।
এছাড়া আইসিটি অবকাঠামোকে জনপ্রিয় করতে এবং এর ব্যবহারকে ত্বরান্বিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হুয়াওয়ে। যেমন, ক্যাম্পাস, এরিয়া নেটওয়ার্ক (ডব্লিউএএন) ও ডেটা সেন্টারের মতো ক্ষেত্রগুলিকে প্রাধান্য দিয়ে হুয়াওয়ে বিভিন্ন ফ্ল্যাগশিপ পণ্য ও পোর্টফোলিও উন্মোচন করার পাশাপাশি গ্রাহকবান্ধব হুয়াওয়ে ইকিট পণ্য তৈরি করেছে।এগুলি যেমন দক্ষতার সাথে একিভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, তেমন গ্রাহক ও সহযোগীদের ব্যবহারের জন্যও উপযোগী।ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এগুলি কার্যকর ভূমিকা পালন করতে পারে।