সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
15 Jan 2025 01:38 pm
ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি'র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর দলের প্রেসিডিয়াম কমিটি পুনর্গঠন করেছেন। ২১ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়াম কমিটিতে শেখ জামাল উদ্দিন (ঝালকাঠি),ইঞ্জি:আনোয়ার পারভেজ (রংপুর), নীলা ফেরদৌসী (মুন্সীগঞ্জ), মাওলানা লুৎফুর রহমান আব্বাসী (নেত্রকোনা), মাওলানা ইসরাফিল হোসেন সাভারী (ঢাকা উত্তর),হাজী মো: আদম আলী (ঢাকা), কবি নন্দিনী লুইজা (বগুড়া), মোহাম্মদ আলম (কক্সবাজার),ক্রীড়াবিদ ফারহানা সুলতানা-শীলা (ঢাকা), জি.এস.এম সেলিম রেজা (কুমিল্লা),অধ্যাপক মাহমুদুল হাসান মুকিত (ময়মনসিংহ),শেখ সাবিদ আব্দুল গাফফার (খুলনা),ফরিদ উদ্দিন আহমেদ (কুমিল্লা), মহিন উদ্দিন (ঢাকা),আলহাজ্ব মোজাম্মেল হোসাইন (নোয়াখালী),হাজী কবির আহাম্মদ (ঢাকা), মোহাম্মদ শাহজাহান খোকন (নোয়াখালী) ও খোশরোজ মাহমুদ (বাগেরহাট)-কে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
এনসিবি'র গঠনতন্ত্র মোতাবেক দলের চেয়ারম্যান, সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং মহাসচিব পদাধিকার বলে প্রেসিডিয়াম এর অন্তর্ভুক্ত।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী দলীয় কর্মকাণ্ড আরো গতিশীল করার লক্ষ্যে এই কমিটি পুনর্গঠন করা হয়েছে বলে এনসিবি'র ভারপ্রাপ্ত মহাসচিব ইকবাল হাসান স্বপন এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছেন।