শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
15 Jan 2025 08:33 pm
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন একটি সংগঠন, আমরা চাই একটি মানবিক বাংলাদেশ। তাই যেখানে মানবতার বিপর্যয় সেখানেই আমরা হাজির হওয়ার চেষ্টা করি। আজকের আসাটাও এই কারণেই।’
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত ভর্তি রোগীদের খোঁজখবর নিতে এসে এ কথা বলেন তিনি।
এর আগে রাত ৮টার দিকে সিআরপিতে আসেন ডা. শফিকুর রহমান। এ সময় বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। রোগীরা তাদের আন্দোলনের অভিজ্ঞতা ও চিকিৎসার অবস্থা জানাতে জামায়াতের আমিরের সঙ্গে কথা বলে।
শফিকুর রহমান আরো বলেন, এখানে ৩৮ জন এখন ভর্তি, মিরপুরে ১২ জন, বরিশালে একজন ও সিলেটে একজন ভর্তি রয়েছেন।
তারা হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। আহত অন্যরা আসা-যাওয়া করে চিকিৎসা নিচ্ছেন। আমরা আমাদের পক্ষ থেকে ভর্তি রোগীদের জন্য সামান্য উপহার এখানকার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি।একইভাবে আরো অনেকে এখানে এসে তাদের পাশে দাঁড়িয়ে সহানুভূতি জানাবেন, এতে তাদের চিকিৎসা আরও উন্নত হবে ও পুনর্বাসন কাজ সহজ হবে।তিনি বলেন, সিআরপি কর্তৃপক্ষ আমাদের বলেছে, এখানে শুধু চিকিৎসা নয়, পরবর্তীতে তাদের পুনর্বাসনেও উদ্যোগ নেবে তারা। আমরা বলেছি, এই উদ্যোগে আমরাও তাদের পাশে থাকব।আমরা চাই না, যারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে তারা যাতে কারও দয়ার পাত্র হয়ে বাঁচে। আমরা চাই, এখান থেকে ফিরে গিয়ে তারা যাতে নিজেরাই কিছু কাজ করে খেতে পারেন। তাদের একটা পুনর্বাসন হোক।
আমরা তাদেরকে সম্মানের জায়গায়, অতি উঁচু জায়গায় দেখতে চাই। তারা আমাদের জাতীয় বীর।
এ সময় তিনি আরো বলেন, আগামীতে এমন সরকার, এমন শাসন আমাদের দেশে আসুক, যাতে প্রত্যেকটি নাগরিক শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।
সিআরপি পরিদর্শনের সময় জামায়াতের আমিরের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা জেলার (উত্তর) আমির অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন, নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, রাজনৈতিক ও নির্বাচন বিভাগীয় সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মো. লুৎফর রহমান, আইন ও মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান প্রমুখ।
কালের কণ্ঠের