মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
26 Dec 2024 08:11 pm
শরীয়তপুর প্রতিনিধি:-পুজামন্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সালের গাড়ি বহরের উপর বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।এ সময় ৬ জন আহত হয়েছে।আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।শনিবার (১২ অক্টোবর) রাত ১২ টার দিকে নড়িয়া উপজেলার মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
নড়িয়া থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সালের গাড়ি বহর নিয়ে নড়িয়া ও সখিপুর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে বের হয়। রাত ১০ টার নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার পূজামন্ডপ পরিদর্শন শেষে রাত ১২ টার দিকে নড়িয়া উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় রাতের অন্ধকারে মুখোশধারী শতাধিক লোকজন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়।
এ সময় হামলা কারীরা ককটেল বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ শুরু করে। এ সময় ৬ জন আহত হয়। এ সময় নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল বলেন, দুবৃর্ত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমি বিষয়টি নড়িয়া থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।
নড়িয়া থানার ওসি মুহাঃ আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমরা ম্যাসেজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সেখান থেকে একটি ককটেলে মোড়ানো লাল কস্টেপ উদ্ধার করি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।