মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
02 Jan 2025 10:47 pm
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজীর ছেলে মো. সজীব কাজীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়ে বর্তমানে সদর হাসপাতালে ভর্তি সজীব কাজী।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।সুবচনী উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে আড্ডা দেয়ার সময় হঠাৎই আক্রমণের শিকার হন সজীব কাজী।
স্থানীয় সূত্রে জানা গেছে,আধিপত্য বিস্তার করতেই সুবচনীর ভয়ংকর কিশোর গ্যাং ‘র গ্রুপ’-এর সদস্যরা এ হামলা চালায়। সুবচনী অঞ্চলের আতঙ্কের আরেক নাম এই ‘র গ্রুপ’। মাদক থেকে শুরু করে ইভটিজিং,সন্ত্রাসী কর্মকাণ্ড, বেপরোয়া হয়ে ওঠা এই গ্যাংয়ের অসাধ্য নয় যেন কিছুই।এমনকি প্রক্যাশ্যে এদের নাম নিতেও ভয় পায় এলাকাবাসী।
আওয়ামী শাসনামলে বারবার লাঞ্ছিত হওয়ার পরও বিএনপির রাজনীতি থেকে পিছু হটেনি আলী আজগর কাজী। আওয়ামী লীগ সরকারের পতনের পরও এভাবে তার সন্তানকে আহত হতে দেখায় বিস্মিত এলাকাবাসী।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক বিচার দাবী করছেন।এদিকে, কিশোর গ্যাং উচ্ছেদ না হলে জনজীবন চরম আতঙ্কে থাকবে বলে জানান অনেকে।