শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
03 Dec 2024 11:55 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধায় সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক বিক্রির দায়ে তারিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের খাঁ পাড়া এলাকায় অবস্থিত ওই ব্যবসায়ীর গুদামে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. সাদরুল আলম।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী তারিকুল ইসলাম গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে অবস্থিত বর্ণা কৃষি বিতানের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির কীটনাশক নকল করে বিক্রি করে আসছিলেন।
নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. সাদরুল আলম বলেন, বুধবার বিকেলে শহরের খাঁ পাড়া এলাকায় অবস্থিত ব্যবসায়ী তারিকুল ইসলামের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে সিনজেন্টাসহ অন্যান্য কোম্পানির নকল কীটনাশক জব্দ করা হয়। জব্দকৃত কীটনাশকের বাজার মূল্য প্রায় ৩২ লক্ষাধিক টাকা। এ সময় ব্যবসায়ী তারিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার গাইবান্ধার সহকারী পরিচালক আফসানা পারভীন, সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। অভিযান শেষে উদ্ধারকৃত কীটনাশকগুলো স্থানীয় প্রশাসনের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়।