সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
07 Apr 2025 06:56 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারতের কোহিনুর ছিলেন শেখ হাসিনা।
রবিবার (২২ সেপ্টেম্বর) যশোরের চৌরাস্তা মোড়ে স্বেচ্ছসেবকদলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে তিনি আরো বলেন, এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনকষ্ট থামছেই না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
বাসস