সোমবার, ০১ জুলাই, ২০২৪
29 Jan 2025 04:39 am
নিউজ ডেক্স:- রবিবার (৩০ জুন) বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘি বাজারস্ত অস্থির চটপটি হাউজের সামনে থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার ধন্তনাবাদ গ্রামের পিতা মৃত মোজাম্মেল হক মাতা মোছাঃ পারুল এর পুত্র মোঃ রুহুল আমিন (ওরফে) সোর্স রামিম (৩২) কে জেলা গোয়েন্দা পুলিশের হাতে ভারতীয় নিষিদ্ধ ৪৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। চতুর ধান্দাবাজ মাদক কারবাড়ি রামিম ক্ষেতলাল থেকে এসে, বগুড়া শহরের চারমাথা গোদারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে। রামিম দক্ষিণ গোদারপাড়া বিবাহ করার পর ওই এলাকায় শাহ আলমের বাসা ভাড়া নিয়ে অত্যন্ত সুকৌশলে মাদক ব্যবসা করত পুলিশ কে ফাঁকি দিয়ে। এরপর থেকে শুরু করে সোর্স এর কাজ করে বেপরোয়া হয়ে ওঠে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে সে দীর্ঘদিন ধরেই মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের মূলক কর্মকাণ্ডে সঙ্গে সম্পৃক্ত।অবশেষে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে।
গ্রেফতারকৃত রামিমকে আজ সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।