শুক্রবার, ২৮ জুন, ২০২৪
22 Nov 2024 04:06 am
৭১ভিশন ডেস্ক:- টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর পেয়ে গেছে দুই ফাইনালিস্ট। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ৬৮ রানে ইংল্যান্ডকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ভারত।একদিনের বিরতি দিয়ে আগামী শনিবার (২৯ জুন) ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।
সেমিফাইনালে যাচ্ছে-তাই খেললেও ব্যাটে-বলে আসরে দুর্দান্ত ছিল আফগানিস্তানের ক্রিকেটাররা। তাই তো তারা সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির ক্ষেত্রে শীর্ষ পাঁচে তাদের জয় জয়কার।সর্বোচ্চ রানের ক্ষেত্রে দুই ও সর্বোচ্চ উইকেট শিকারির ক্ষেত্রে তিনজন আফগানিস্তানের ক্রিকেটার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন।উইকেট শিকারির শীর্ষ পাঁচে একমাত্র বাংলাদেশি রিশাদ হোসাইন।তবে সেরা দশে রয়েছেন তানজিম হাসান সাকিব।
সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষ পাঁচ ও ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষ পাঁচে দু’জন করে রয়েছেন আফগানিস্তানের। সবচেয়ে মজার বিষয় দুটি ইভেন্টেই শীর্ষস্থানটি আফগানদের দখলে।